খবর৭১:হাফিজুর রহমান কাজল,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ৭জনকে আটক করেছে। আটককৃতরা হলো মুসলিমা খাতুন (২৬),আমিনুল ইসলাম (২৬),রাজ্জাক (৩০),কাওছার (২৫),ওমর ফারুক (৩২),রফিক মল্লিক (৩৫) ও আনারুল (৩৬) মঙ্গলবার দিনগত গভীররাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, দামুড়হুদা মডেল খানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনের নির্দ্দেশে মঙ্গলবার রাত১১টার দিকে এসআই মুনির গোপন সংবাদের ভিতিত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার ছয়ঘরিয়া গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী মাদক ব্যবসায়ী মুসলিমা খাতুন কে তার বাড়ী থেকে ৫০ গ্রাম গাজসহ আট করে। একইরাত ১২টার দিকে এস আই মিজানুর রহমান সঙ্গীয়র্ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ছয়ঘরিয়া গ্রামের শাহিনের ছেলে মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম কে (২৬) তার বাড়ী থেকে ১০ বোতল ভারতীয়্ ফেনসিডিল সহ আটক করে। এছাড়াও দামুড়হুদা মডেল থানার এস আই রাজিব, এ্স আই এজাজ ও সবেদ আলী পৃথক পৃথক অভিয়ান চালিয়ে দামুড়হুদার সীমান্তবর্তী কুতুবপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে রাজ্জাক,একই গ্রামের মুছার ছেলে কাওছার আলী,মৃত্যু ইস্্রাফিলের ছেলে ওমর ফারুক,মৃত্যু দাউদের ছেলে রফিক মল্লিক ও আকছেদ মন্ডলের ছেলে আনারুল ইসলাম কে আটক করে। আটককৃতরা বিভিন্ন মামলার আসামী। এদেরকে মঙ্গলবারে আদালতে সোর্পদ করা হয়েছে।
খবর৭১/জি: