জাবিতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন

0
287

জাবি প্রতিনিধি:সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়ে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরাম’। বুধবার সকাল সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অধ্যাপক আব্দুল লতিফ মাসুম বলেন, ‘বেগম জিয়াকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য তাকে তিলে তিলে নিঃশেষ করে দেওয়া হচ্ছে। তিনি মাঝে মাঝে অসুস্থ হয়ে যাচ্ছেন। তাঁর পরিবারের সদস্যদেরকেও দেখা করতে দেওয়া হচ্ছে না। এ ষড়যন্ত্রের ফলশ্রুতিতে যদি তিনি মৃত্যুবরণ করেন তবে তাদের পোয়াবারো। যেমন করে ইতিপূর্বে তারা অনেক নেতাকে হত্যা করেছেন। ’
এছাড়াও মানববন্ধনে ফোরামের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ মো. কামরুল আহছান, অধ্যাপক মো. শামছুল আলম, অধ্যাপক মো. শরিফ উদ্দিন, , অধ্যাপক মুজিবুর রহমান, সহযোগী অধ্যাপক সোমা মমতাজ, ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান বাবুল প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে উপস্থিত ছিল প্রায় অর্ধশত বিএনপিপন্থী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here