আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
“স্বয়ংসম্পুর্ণ মাছে দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বুধবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যম ব্যক্তিদের সাথে মতবিনিময় সভানুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এবিএম- সাদিকুর রহমান। বক্তব্য রাখেন- জেলা মৎস্য কর্মকর্তা- আব্দুদ দাইয়ান, সিনিয়র সহকারী পরিচালক- বরুন বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা- সঞ্জয় ব্যানার্জী, মৎস্য বীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক- গোলজার হোসেন, জরিপ কর্মকর্তা- গোলাম জেলানী প্রমুখ।
খবর ৭১/ইঃ