আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, ১৯৭৫- এর ১৫ আগষ্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর মুক্তিযুদ্ধের চিহ্ন মুছে ফেলতে ৭১- এর পরাজিত শক্তি সক্রিয় হয়ে উঠেছিল। কিন্তু, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছেন। দেশের মুক্তিকামী মানুষ বঙ্গবন্ধুর সেই সোনার বাংলার স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের স্মৃতিকে আগামী প্রজন্মের জন্য ধরে রাখতে বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে। বুধবার গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে মুক্তিযুদ্ধে আত্মোৎস্বর্গী ৩০ লক্ষ শহীদের স্মরণে সারাদেশে একযোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ লাখ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট- এবিএম সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক- আমিনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার- এনায়েতুর রহমান, বন বিভাগের সহকারি বন সংরক্ষক- আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের
ডেপুটি কমান্ড’র ওয়াশিকুর রহমান ইকবাল মাজু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড’র আকবর হোসেনসহ জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।
খবর ৭১/ইঃ