গাইবান্ধায় মহিলা পরিষদের মানববন্ধন

0
217

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সংবিধানের সপ্তদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচনের বিধান না রেখে মনোনয়নানুযায়ী জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন আরো ২৫ বছর বহাল রাখার প্রতিবাদে বুধবার বিকালে মানববন্ধন করেন। এসময় বক্তব্য রাখেন- জেলা মহলা পরিষদের সভাপতি- আমাতুর নুর ছড়া, সাধারণ সম্পাদক- রিকতু প্রসাদ, অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, রোকেয়া খাতুন, নিয়াজ আকতার ইয়াসমিন, মায়া রাণী পোদ্দার, শংকরী দেব, লায়লা নাসরিন, মাহফুজা খানম মিতা, পাপড়ী দাস প্রমুখ।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here