সুন্দরগঞ্জে পুলিশ কনস্টেবলসহ ৭ মাদক কারবারী গ্রেপ্তার

0
231

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সুমন মিঞা নামে পুলিশ কনস্টেবলসহ ৭ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহানের নেতৃত্বে এসআই মামুন-উর- রশীদ, এসআই জসীম উদ্দীন, এসআই আলম বাদশাসহ অন্যান্য অফিসারগণ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। এতে উপজেলার রামজীবন ইউনিয়নের ভবানীপুর মৎস্য চাষ প্রকল্প এলাকা থেকে এসব মাদক কারবারীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃরা সকলেই রামজীবন ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসীন্দা। তাদের মধ্যে সুমন মিঞা লালমনিরহাটের আদিতমারী থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত। অন্যান্যরা হলেন- এনামুল হক রিজু, আনিছুর রহমান, মশিউর রহমান, আব্দুল হান্নান, ঘগোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ: শিক্ষক- আব্দুর রহিম ও শিক্ষক- বেলাল উদ্দিন। এনামুল হক রিজু সাবেক ছাত্রলীগ নেতা- খলিলুর রহমান মামুন হত্যা মামলার আসামী। এ ব্যাপারে আদিতমারী থানা অফিসার ইনচার্জ- মাসুদ রানা জানান, কনস্টেবল সুমন মিঞার বাড়ি সুন্দরগঞ্জ থানার রামজীবন ইউনিয়নের ভবানীপুর গ্রামে। সে কোন প্রকার ছুটিতে ছিল না।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান জানান, গ্রেপ্তারকৃত ৭ মাদক কারবারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here