মাদারীপুর পৌর মেয়রকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

0
462

খবর৭১: মাদারীপুর প্রতিনিধিঃমাদারীপুরের কালকিনি পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সাধারন সম্পাদক মোঃ এনায়েত হোসেন হাওলাদারকে রাতের আধাঁরে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যে রাতে এ হামলার ঘটনাটি ঘটে। তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এ হামলার ঘটনার প্রতিবাদে আজ রোববার সকালে থেকে দুই ঘন্টা ব্যাপী রাস্তা অবরোধ রেখে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন ছাত্রলীগ ও যুবলীগ।

অভিযোগ ও পুলিশ সুত্রে জানা গেছে, একদল মুখোশধারী দুর্বৃত্তরা আনুমানিক রাত দেড়টার দিকে একটি মাইক্রোবাস ও দুইটি মোটরসাইকেল নিয়ে এসে প্রথমে মেয়রের বাড়ির পেছনের পকেট গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর মেয়রের শোবার ঘরের জানালার গ্রিল ভেঙ্গে রাম দা দিয়ে তার মাথার উপর ঘুমন্ত অবস্থায় আঘাত করে। পরে প্রাণ বাঁচতে মেয়র তার বিছানায় থাকা শর্টগান দিয়ে ফাঁকা গুলি ছোড়েন। তা দেখে দুর্বৃত্তরা পাল্টা ফাঁকা গুলি ছোড়ে এবং কয়েকটি বোমা বিস্ফোরন করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে মেয়রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে খবর পেয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব ও কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে এ হামলার ঘটনার প্রতিবাদে কালকিনি উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ উপজেলা সদর রোডে বিক্ষোভ মিছিল করেন এবং টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। এ হামলার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে উত্তপ্ত হয়ে ওঠে পুরো উপজেলা।
আহত মেয়র এনায়েত হোসেন হাওলাদার বলেন, আমাকে ঘুমান্ত অবস্থায় জানালার গ্রিল ভেঙ্গে দুর্বৃত্তরা রাম দা দিয়ে আমার মাথার উপর কোপ মাড়ে। পরে আমি প্রান বাঁচাতে ফাঁকা গুলি ছুড়ি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, মেয়রের উপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ঘটনার পর থেকে পুলিশ মোতায়ন করা হয়েছে।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here