এসডিজি অর্জনে বাংলাদেশে অনুকরণীয় ভূমিকায় অবতীর্ণ

0
911

খবর৭১:জাতিসংঘ সদর দফতরে ‘হাই-লেভেল পলিটিক্যাল ফোরামে (এইচএলপিএফ)’ অংশগ্রহণকারী আন্তর্জাতিক প্রতিনিধিরা বলেছেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনের পথ ধরে বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের ক্ষেত্রে অনুকরণীয় ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বাংলাদেশ শুধু তার সাফল্যের কাহিনীই তুলে ধরেনি, ২০২১ সালে বাংলাদেশ দেখতে কেমন হবে- তাও স্পষ্ট করেছে।

বৃহস্পতিবার (১২ জুলাই) বাংলাদেশের উদ্যোগে ‘ডেটা বিপ্লব ও পয়ঃনিষ্কাশন’ বিষয়ক দুটি সাইড ইভেন্টে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ, থিঙ্ক ট্যাংক, নীতিনির্ধারক, বিষয় বিশেষজ্ঞ, গবেষকসহ জাতিসংঘের পর্যবেক্ষকরা এ মন্তব্য করেন।

বক্তারা বলেন, ‘এজেন্ডা ২০৩০ বাস্তবায়নে ডেটা বিপ্লবের কোনো বিকল্প নেই।’ এ সময় তারা উন্নয়নশীল দেশসমূহে উপাত্ত ব্যবহারের বৈষম্য কমিয়ে আনা ও সুযোগের সমতা বিধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রকৌশলী খন্দকার মোশাররফ হোসেন পয়ঃনিষ্কাশন বিষয়ক ইভেন্টে উদ্বোধনী ও সমাপনী বক্তব্য প্রদান করেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here