পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে দু’ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সাথে জব্দকৃত ১৫ কেজি চিংড়ি পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গতকাল সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মিনহাজচক এলাকার ব্যবসায়ী মনোজিত মন্ডল (৩৫) ও পশ্চিম কাইনমুখী গ্রামের ব্যবসায়ী শ্যামল মন্ডল (২৭) উভয়কে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া পুশকৃত ১৫ কেজি চিংড়ি উপজেলা পরিষদ চত্ত¡রে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল আউয়াল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারি মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, সম্প্রসারণ কর্মকর্তা তানভির আহম্মেদ, ক্ষেত্র সহকারি সুজিত রঞ্জন মন্ডল ও পেশকার সাকিরুল ইসলাম।
খবর৭১/এসঃ