হাবিবুর রহমান নাসির ছাতক সুনামগঞ্জ;
পরিবার পরিকল্পনায় ছাতক উপজেলা আবারো শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। পরিবার পরিকল্পনায় বিশেষ অবদান রাখায় জেলার ১১টি উপজেলার মধ্যে ছাতককে শ্রেষ্ঠত্বের মর্যাদায় ভূষিত করা হয়। এ নিয়ে পরিবার পরিকল্পনায় টানা ৫ম বারের মতো ছাতক উপজেলা শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করে। আজ বুধবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সুনামগঞ্জ শহরের আবুল হোসেন মিলনায়তনে অনুষ্ঠিতব্য এক সভায় আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠত্বের সম্মাননা ক্রেষ্ট প্রদান করবেন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। ছাতক উপজেলার পক্ষে শ্রেষ্ঠত্বের সম্মাননা ক্রেষ্ট গ্রহন করবেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। সভায় সুনামগঞ্জের পুলিশ সুপার ও সিভিল সার্জনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকার কথা রয়েছে। টানা ৫ বার শ্রেষ্ঠত্ব অর্জনের ব্যাপারে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল জানান, দেশপ্রেমে উদ্ভূদ্ধ হয়ে আন্তরিকতার সাথে যে কাজ করা হয় তা সবসময়ই সুন্দর, ফলপ্রসূ ও প্রায়েগিক হয়। তিনি আন্তরিকতার সাথে কাজ করার জন্য সকলকে অভিনন্দন জানান।
খবর৭১/এসঃ