দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ আগামী ১৪জুলাই শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন(১ম রাউন্ড) উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দেলোয়ার হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুনাহার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ মো. আব্দুল খালেক, থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই নাসির উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুলাহ প্রিন্স, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব বেলাল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন, ডাঃ আয়েশা ছিদ্দিকা সম্পা প্রমুখ। উলেখ্য আগামী ১৪জুলাই শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ উপজেলায় অস্থায়ী ১৪৪টি ও একটি স্থায়ী ক্যাম্পের মাধ্যমে ৬-১১মাস বয়সী সম্ভাব্য ১হাজার ৯’শ ১৯জন শিশুকে নীল রঙের ও ১২-৪৯মাস বয়সী সম্ভাব্য ১৫হাজার ৭’শ ৩৪জন শিশুকে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। সভায় বক্তারা ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে অবিভাবকগণকে তাদের শিশুদের নিকটবর্তী ক্যাম্পে যথা সময়ে উপস্থিত হয়ে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্য আহবান জানিয়েছেন।
খবর৭১/এসঃ