মেসির মতো একই কৌশলে কেনকে আটকানোর হুমকি

0
286

খবর ৭১ঃ গ্রুপ পর্বে ম্যাচে পরিকল্পনার বেড়াজালে লিওনেল মেসিকে আটকে আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলের জয় পায় ক্রোয়েশিয়া। ওই জয় থেকে এখন চলতি ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়া। আগামীকাল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। এ ম্যাচে ক্রোয়েশিয়ার সামনে বড় বাঁধা অধিনায়ক হ্যারি কেন।

ইতোমধ্যে একটি হ্যাট্টিকসহ চার ম্যাচে ছয় গোল করে গোল্ডেন বুট জয়ের দ্বারপ্রান্তে কেন। সেমির ম্যাচেও কেন জ্বলে উঠবেন তা বুঝতে পারছেন ক্রোয়েশিয়ার কোচ জালাটকো ডেলিচ। তাই কেনকে আটকানোর পরিকল্পনা কষছেন তিনি। তবে সেই পরিকল্পনায় নতুন কিছু নেই। আর্জেন্টিনার বিপক্ষে মেসিকে যে পরিকল্পনার বেড়াজালে ফেলেছিলেন, আগামীকালের ম্যাচে কেনকেও আটকে রাখার হুমকি দিলেন ডেলিচ।

তিনি বলেন, ‘এবারের আসরে দুর্দান্ত পারফরমেন্স করা খেলোয়াড়দের একজন কেন। এরমধ্যে সবচেয়ে বেশি গোল তারই। তাকে থামানো কঠিন। আমাদের ভালো ডিফেন্ডার ও মিডফিল্ডার আছে। আমরা মেসিকে যেভাবে আটকাতে পেরেছি। ঠিক সেভাবেই কেনকে আটকাতে পারবো বলে আশা রাখি।’

ক্রোয়েশিয়ার মত শেষ দুই ম্যাচে টাইব্রেকার পর্যন্ত যেতে হয়নি ইংল্যান্ডের। গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ ষোলোতে উঠে কলাম্বিয়ার বিপক্ষে বড় পরীক্ষা দেয়। ১২০ মিনিটের লড়াই ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় ইংলিশরা। বিশ্বকাপের ইতিহাসে টাইব্রেকারে জয়ের কোন রেকর্ড নেই ইংল্যান্ডের। এবার সেই বন্ধ্যাত্ব ঘোচালো কেনের দল। তবে শেষ আটে সুইডেনের বিপক্ষে জিততে মোটেও বেগ পেতে হয়নি ইংল্যান্ডকে। ২-০ গোলের জয়ে ২৮ বছর পর আবারো বিশ্বকাপের সেমিতে উঠার কীর্তি গড়ে ইংলিশরা।

২৮ বছর পর আবারো বিশ্বকাপের সেমিতে উঠার কীর্তি গড়ে ইংল্যান্ড। তাই তাদের শক্ত প্রতিপক্ষই ভাবছেন ক্রোয়েশিয়ার কোচ ডেলিচ, ‘গ্রুপ পর্ব থেকেই দুর্দান্ত ফুটবল খেলছে ইংল্যান্ড। তাদের ফুটবলশৈলি ছিল দুর্দান্ত। ভালো পারফরমেন্স করতে না পারলে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারতো না। ভালো দল বলেই শিরোপা জয়ের অন্যতম দাবীদার তারা। আমরা এমন দলকে সমীহ করছি। আমাদের সর্তক থাকতে হবে ম্যাচের পরিস্থিতি নিয়ে। সেমিফাইনাল ম্যাচটি এবারের আসরে আমাদের জন্য আসল লড়াই। কারণ প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড বেশ শক্তিশালী দল। তারা আক্রমনাত্মক ফুটবল খেলেছে। মধ্যমাঠ থেকে পরিকল্পনা ভালোভাবে সাজাতে পারে তারা। কর্ণার পেলে তাদের লম্বা ফুটবলাররা হেডে গোল আদায় করতে পারে। সবকিছুই আমাদের পরিকল্পনার মধ্যে আছে।’

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের শেষ ষোলোতে উঠে ক্রোয়েশিয়া। জয়ের ধারাবাহিকতা পরের দুই ম্যাচেও অব্যাহত রেখে ২০ বছর পর আবারো বিশ্বকাপের সেমিফাইানলে দলটি। তবে শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে ঘাম ঝড়ানো জয় পেতে হয়েছে তাদের। শেষ ষোলোতে ডেনমার্কের সাথে ১২০ মিনিট লড়াই করে ১-১ গোলে সমতা রাখতে পারে ক্রোয়েশিয়া। এরপর টাইব্রেকারে ৩-২ গোলে জয় পায় তারা। শেষ আটেও স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ১২০ মিনিট ২-২ গোলে সমতা রেখে ম্যাচটি টাইব্রেকারে নিয়ে যায় ক্রোয়েশিয়া। টাইব্রেকারে ৪-৩ গোলের জয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে।

দলের এমন পারফরমেন্সে খুশী ডেলিচ। তাই আত্মবিশ্ববাসের সাথেই ইংল্যান্ডকে হুমকি দিচ্ছেন তিনি, ‘আমাদের নিজেদের শক্তির উপর আস্থা আছে। ইংল্যান্ডকে আমরা ভয় পাই না। আমরা যেভাবে খেলেছি, এভাবে খেলতে পারলে আমাদের জয় কেউই আটকাতে পারবে না। বিশেষভাবে সেমিফাইনাল নিয়ে আমাদেরও বিশেষ পরিকল্পনা আছে। মাঠের খেলায় পরিকল্পনাগুলো ভালোভাবে কাজে লাগাতে চাই।’

পরিকল্পনাগুলো কাজে লাগিয়ে ফাইনালের উঠতে মরিয়া ডেলিচ। তিনি বলেন, ‘ক্রোয়েশিয়া কখনো বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি। এবার ভালো সুযোগ তৈরি হয়েছে। তাই এই সুযোগ কাজে লাগাতে চাই আমরা। এজন্য যা করার সব কিছুই করতে হবে খেলোয়াড়দের।’
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here