উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ আজ মঙ্গলবার (১০ জুলাই)-২৭৪-০১৬৭৭৪২১১২৫: নড়াইলে জেলার নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সি.সি. ক্যামেরা স্থাপন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুলাই) সকাল ১০টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, নড়াইল জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ হাসান, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ নড়াইল জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সভায় নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, জেলার নিরাপত্ত নিশ্চিতকল্পে সি.সি. ক্যামেরার কোনো বিকল্প নেই। কারণে সি.সি ক্যামেরা দ্বারা অনেক অপরাধ দমন করা সম্ভব। অপরদিকে সি.সি. ক্যামেরার সামনে অপরাধ করতেও অনেক ভয় পায়। এছাড়াও তিনি সকল ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান সি.সি. ক্যামেরার আওতায় আনার জন্য নড়াইল জেলা চেম্বার অব কমার্সের সভাপতিকে অনুরোধ করেন। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, আমরা ইতোমধ্যে জেলার ২০০টি পয়েন্টকে সি.সি. ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছি। এ মাস থেকেই জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে সি.সি. ক্যামেরা স্থাপন করা হবে। এতে অনেক অপরাধ দমন সম্ভব হবে বলেও তিনি মনে করেন।
খবর ৭১/ই: