খবর৭১ঃ দীর্ঘদিন ধরেই বাইশ গজের বাইরে আছেন পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএল খেলতে গিয়ে গত মে মাসে পায়ের আঙুলে চোট পেয়েছিলেন তিনি।
পুরোপুরি সুস্থ না হওয়ায় খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে সিরিজে। দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজও যেতে পারেননি টেস্ট সিরিজ খেলতে। তবে ওয়ানডে সিরিজে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
এরই মধ্যে চোট থেকে সেরে উঠার পর শেষ করেছেন পুনর্বাসন প্রক্রিয়াও। তাইতো কতটুকু ফিট হয়েছেন এই বাঁহাতি পেসার তা পরখ করে দেখতেই আজ (মঙ্গলবার) বাংলাদেশ ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে একটি চারদিনের ম্যাচ খেলবেন মোস্তাফিজ।
আগের দুটি ম্যাচ ড্র হওয়ায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হতে চলা আজকের ম্যাচটি তাই সিরিজ নির্ধারক।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল বলেছেন,‘ওয়েস্ট ইন্ডিজে পাঠানোর আগে আমরা ওকে (মোস্তাফিজ) দেখতে চেয়েছি। দেখা যাক কি অবস্থায় আছে’।
খবর৭১/এসঃ