খবর৭১ঃ আগামী অক্টোবরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
এফটিপি অনুসারে বিপিএলের পরবর্তী সময়ে বাংলাদেশ সফরে আসার কথা জিম্বাবুয়ে জাতীয় দলের। অর্থাৎ, ফিউচার ট্যুর প্ল্যানে দুই দলের দ্বিপাক্ষিক লড়াইটি ছিল ২০১৯ সালের জানুয়ারিতে।
বাংলাদেশে জাতীয় নির্বাচনের কারণে অক্টোবর-নভেম্বরের বিপিএল মাঠে গড়াবে ২০১৯ সালের শুরুর দিকে, তথা আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে। ফলে বিপিএল এবং নির্বাচনের কথা মাথায় রেখে এগিয়ে আনা হয়েছে জিম্বাবুয়ের সফরসূচি।
সিরিজে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে দুই দল। অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত অবশ্য দক্ষিণ আফ্রিকাতেই থাকবে জিম্বাবুয়ে। তবে বিসিবি আশা করছে, মাসের শেষের দিকে সিরিজটি শুরু করা যাবে।
খবর৭১/এসঃ