সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মনিরুল ইসলাম বলেছেন, মাদক ও জঙ্গিবাদ সাথে আমাদের কোন আপোষ নাই। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলার প্রতিটি থানা এলাকা থেকে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে জিরো ট্রলারেন্স নীতি অনুসরন করে পুলিশ অভিযান পরিচালনা করছে। মাদক ও সন্ত্রাসের সাথে কোন আপোষ নেই। যেখানেই মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস সেখানেই অভিযান। সে যত বড় ক্ষমতাশালীই হোক না কেন কোন ছাড় নাই। যদি কোন পুলিশ সদস্যও মাদকের সাথে জড়িত থাকে তাদেরকেও কোন ছাড় দেওয়া হবে না।
গতকাল সোমবার সকালে উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী এক ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলমের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালতলা তদন্ত কেন্দ্রে ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হামীম শিকদার শিপলুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।