হাসান মাহমুদ ,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি অভিযান চালিয়ে ৫৯টি ভারতীয় গরু উদ্ধার করেছে।
শনিবার রাত ১০টার দিকে পাটগ্রাম উপজেলার গরুর হাট সংলগ্ন বাড়ি থেকে এই গরুগুলো উদ্ধার করা হয়।
এ বিষয়ে রংপুর ৬১ বিজিবি’র পরিচালক লে. কর্নেল মহিউস সুন্নাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম ইউএনও ও থানা পুলিশের সহযোগীতা নিয়ে গরুর হাটের পাশের বাড়িতে অভিযান চালিয়ে ৫৯টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। গরুগুলো বর্তমান বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। রবিবার বা সোমবার তা নিলামে বিক্রয় করা হবে।