কোটালীপাড়ায় তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

0
492

খবর৭১:কোটালীপাড়া প্রতিনিধি:গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা চত্ত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এসএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র মো: কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আয়নাল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার হরলাল মধু, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগম, উপজেলা কৃষি অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস বক্তব্য রাখেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here