খবর ৭১: পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্য রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় কারাগার অপেক্ষা করছে।
বৃহস্পতিবার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের সাবেক নেতা জাফর আলী শাহের বাড়িতে আলাপকালে তিনি এ কথা বলেন। জাফর আলী পিটিআইতে যোগ দিয়েছেন।
তিনি বলেন, নওয়াজ শরিফ তার স্ত্রীর অসুস্থতাকে ইমোশনাল ব্ল্যাকমেইল হিসেবে ব্যবহার করছেন।
দেশটির বিশ্বকাপজয়ী সাবেক এ ক্রিকেটার বলেন, কুলসম নওয়াজের জন্য সবারই সমবেদনা রয়েছে। তার নিজের মাও ক্যান্সারে মারা গেছেন। মাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা দিতে হয়েছে তাকে।
এর পরই তিনি অভিযোগ করেন, নওয়াজ শরিফ তার স্ত্রীর অসুস্থতা দিয়ে জাতিকে ইমোশনাল ব্ল্যাকমেইল করেছেন।
তিনি বলেন, লন্ডনে যখন তার স্ত্রী অসুস্থ ছিলেন, তখন তিনি তার কথা মনে করেননি। সে সময়ে তিনি দেশে জনসমাবেশে অংশ নিয়েছেন।
এ সময়ে জাফর আলীকে পিটিআইতে আমন্ত্রণ জানান তিনি। পিটিআই নেতারা দুর্নীতিতে জড়িত আছেন, এমনটি দেখলে সাবেক এ সিনেটর প্রতিবাদ করবেন আশা করেন ইমরান খান।
খবর ৭১/ই: