অসুস্থ সাবেক এমপি অধ্যক্ষ জ্যোতি’র খোঁজখবর নিলেন সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়

0
2578

খবর ৭১:
বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় সভাপতি, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা বিএনপি’র উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি দীর্ঘ দিন যাবৎ অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাই গত মঙ্গলবার সাবেক এমপি জ্যোতি’র শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়। অন্যদিকে, সাবেক এমপি অধ্যক্ষ জ্যোতি’র শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি এ্যাড. হাফিজুর রহমান, বগুড়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা: শাহ মো: শাহজাহান আলী সহ শিবগঞ্জ উপজেলা, বগুড়া জেলা ও কেন্দ্রীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অধ্যক্ষ জ্যোতি’র স্বামী অধ্যক্ষ এম.এ রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও তিনি পরিবারের পক্ষ থেকে স্ত্রী’র সুস্থ্যতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।
জানাযায়, সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি সম্প্রতি গুরুতর অসুস্থ অবস্থা বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। পরে তিনি ঢাকায় ইবনেসিনা হাসপাতাল ও বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি ঢাকায় বারডেমে চিকিৎসাধীন। তবে তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ্যতার দিকে। এদিকে, সাবেক এমপি অধ্যক্ষ জ্যোতি’র দ্রুত সুস্থ্যতা কামনা করে তাঁর দলীয় নেতা-কর্মী সহ আত্মীয়-স্বজন ও শুভাকাংখীরা দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দোয়ার আয়োজন করেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here