খুলনায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা, গুলি-গাড়ি ভাংচুর

0
377

খবর ৭১: খুলনায় প্রতিপক্ষের হামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল জখম হয়েছেন। ধারালো অস্ত্রের আঘাতে তিনি বামহাতে জখম হয়েছেন। এসময় তার ওপর গুলি বর্ষণ ও তার বহনকৃত গাড়ি ভাংচুর করা হয়।
আজ শুক্রবার রাত ৮টার দিকে খুলনার দিঘলিয়া উপজেলার ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দিঘলিয়ায় গনসংযোগ শেষে খুলনায় ফেরার পথে এই ঘটনা ঘটে। হামলার সময় দু’টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, কামরুজ্জামান জামাল আগামী জাতীয় নির্বাচনে খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন।
আহত কামরুজ্জামান জামাল বলেন, গণসংযোগ থেকে ফেরার পথে দিঘলিয়া ফেরিঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা আমার বহনকৃত গাড়ি ভাংচুর করে ও আমাকে কুপিয়ে জখম করে। এসময় হামলায় আরো ৩/৪ জন আহত হয়। হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি করে ও বহরের কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে দুইটিমোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here