মীরসরাইয়ের অদম্য মেধাবী ৩৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্নপূরণের সারথী-দুর্বার প্রগতি সংগঠন

0
677

খবর ৭১: মীরসরাইয়ের বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন-দুর্বার প্রগতি সংগঠন। ২০১১ সালে গড়ে ওঠা এ সংগঠনের ধারাবাহিক সৃজনশীল ও জনহিতকর কার্যক্রম ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। তেমনি একটি ব্যাতিক্রমী সাড়া জাগানো উদ্যোগ, সমগ্র উপজেলার স্কুল-মাদ্রসা থেকে মেধায় অনন্য- তবে আর্থিকভাবে অস্বচ্ছল এমন আগামীর দুর্বার নির্বাচন। উপজেলার প্রায় ৭০টি স্কুল-মাদ্রাসা থেকে ৩৫ শিক্ষার্থীকে নির্বাচন করা হয়। এ সকল শিক্ষার্থীরা ২০১৬-২০১৭ সালে এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে। তারা শুধু এসএসসি নয় পিএসসি ও জেএসসি পরীক্ষায়ও কৃতীত্বের স্বাক্ষর রাখেন। দারিদ্রতা নামক কষাগাতের সাথে রীতিমতো যুদ্ধ করে এসকল অদম্য শিক্ষার্থীরা পড়ালেখায় এ সাফল্য অর্জন করেন। যাদের অনেকের বাবা নেই, কারো বাবা বেকার, কৃষক, দিনমজুর অথবা পিয়ন। দারিদ্রতার নিষ্ঠুর যুদ্ধে জয় নিশ্চত না করে হার মানতে চায় না ওরা। পাড়ি দিতে চায় অনেক দূর পথ। হাসি ফুটাতে চায় পরিবারের মুখে। যারা এখন উচ্চ শিক্ষার স্বপ্নচূড়ায় পৌঁছতে দৃঢ় প্রত্যয়ী। এ সংগ্রাম শুধু তাদের নিজের নয়- তাদের অভিভাবকরাও নিজেদের সর্বস্ব দিয়ে হলেও সন্তানদের উচ্চশিক্ষা অর্জন করাতে চান। তারা এখন শহর-উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে। তাদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে মীরসরাইয়ের শিক্ষানুরাগী ব্যাক্তিদের সহযোগিতায় সর্বাত্মকভাবে পাশে থাকবে এ সংগঠন।

গত ১০ মার্চ উপজেলার সবকয়টি স্কুল-মাদ্রাসায় একযোগে ফরম বিতরণের মধ্যে দিয়ে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন সংগঠনের সদস্যরা। এরপর ৪১ জন আবেদনকারী থেকে যাচাই-বাছাই করে ৩৫ শিক্ষার্থীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। মনোনীতরা হলেন অমিত হাসান- মলিয়াইশ উচ্চ বিদ্যালয়, তাছরিন সুলতানা-জয়পুর পূর্বজোয়ার আ.নেছা ও হক উচ্চ বিদ্যালয়, চৈতী দে- জয়পুর পূর্বজোয়ার আ. নেছা ও হক উচ্চ বিদ্যালয়, তানজিনা আক্তার- ওচমানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, আবদুল আহাদ হাসান- বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়, উম্মে সালমা মেরি- ওচমানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, শিমুল শর্মা- সাহেরখালী উচ্চ বিদ্যালয়, নাসরিন আক্তার পলি- কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, মেজবা উদ্দীন- সাহেরখালী উচ্চ বিদ্যালয়, জাকিয়া সুলতানা ভূইয়া-সাহেরখালী উচ্চ বিদ্যালয়, হামিদুর রহমান- হাইতকান্দি উচ্চ বিদ্যালয়, রুপন দাস- পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়, সুমাইয়া আলিনা ইথিকা- পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়, ফারজানা ইয়াছমিন- আহমদিয়া হাবিবিয়া গণিয়া দাখিল মাদ্রাসা, যুবায়ের হোসেন- কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, মো. আইনুর রহমান-মির্জা বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মো. নরুন্নবী-মির্জা বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সাজিনা আক্তার- বজলুছ ছোবহান চৌধুরী উচ্চ বিদ্যালয়, মুহাম্মদ নোমান রশীদ- তেতৈয়া দাওয়াতুল ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ইমতিয়াজ চৌধুরী
-মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়, মো. রিয়াদ উদ্দীন
– আবুতোরাব উচ্চ বিদ্যালয়, হেলাল উদ্দীন- মিঠানালা রামদয়াল উচ্চ বিদ্যালয়, রিয়াদের নবী- মিঠানালা রামদয়াল উচ্চ বিদ্যালয়, মো. সালমান- চরশরত মডেল হাই স্কুল, আশরাফুল আলম-বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়, মো. শরিফুল ইসলাম- ওয়াহিদুন্নেছা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, রিজভি আহমেদ- ওয়াহিদুন্নেছা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, মাঈন উদ্দিন- আবুতোরাব ফাজিল স্নাতক মাদ্রাসা, মো. শাহরিয়ার হোসাইন- বিশ্ব দরবার মাধ্যমিক বিদ্যালয়, মো. শাহনেওয়াজ সানজিদ- বিশ্ব দরবার মাধ্যমিক বিদ্যালয়, মো. অাবিদ আনাম- জাফরাবাদ উচ্চ বিদ্যালয়, জেসমিন আক্তার- জাফরাবাদ উচ্চ বিদ্যালয়, মো. সাইফুল ইসলাম- দক্ষিণ নাহেরপুর রাহমানিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ফাইমা আকতার- গোলকের হাট পি. এন বালিকা উচ্চ বিদ্যালয় ও দিবা দে-জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়। এ প্রসঙ্গে আগামীর দুর্বার নির্বাচক পরিষদের আহবায়ক নাঈমুল হাসান ও সদস্য সচিব আলী হায়দার চৌধুরী বলেন- ‘আমরা মীরসরাইয়ের এমন কিছু অদম্য শিক্ষার্থীর পাশে দাঁড়াতে চাই, যারা মেধায় অনন্য- তবে আর্থিকভাবে অস্বচ্ছল। তাদের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণে আমরা তাদের সঙ্গী হয়ে কাজ করবো।’

এসকল শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তাদেরকে মীরসরাইয়ের আগামীর দুর্বার হিসেবে সংবর্ধনা, সনদ, শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করবে এ সংগঠন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here