খবর৭১: শেষ হয়েছে রাশিয়া বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলা। ২১তম ফুটবল বিশ্বকাপে আটটি গ্রুপে চারটি করে দল অংশ নিয়েছে। গ্রুপ পর্ব শেষে ১৬টি দল নকআউট পর্বে গেছে। আর বাকি ১৬ দল বিশ্ব আসর থেকে বিদায় নিয়েছে।
বিশ্ব উন্মাদনার এ আসরে গ্রুপ পর্বে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এসব ম্যাচের মধ্যে কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হলো।
সর্বোচ্চ উপস্থিতি: এবারের আসরে সর্বোচ্চ উপস্থিতি ছিল রাশিয়া-সৌদি আরব ম্যাচে। মোট ৭৮ হাজার ১১ জন দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন।
সর্বনিম্ন উপস্থিতি : রাশিয়া বিশ্বকাপে মিসর-উরুগুয়ে ম্যাচে ২৭ হাজার ১৫ জন দর্শক স্টেডিয়ামে খেলা দেখে। এটাই এবারের আসরের সর্বনিম্ন উপস্থিতি।
বড় ব্যবধানে জয় : এবার ইংল্যান্ড ৬-১ গোলে পানামাকে হারিয়ে বড় ব্যবধানে জয় পায়।
এক ম্যাচে সবচেয়ে বেশি গোল: ইংল্যান্ড-পানামা এবং বেলজিয়াম-তিউনিশিয়া ম্যাচ দুটিতে সবচেয়ে বেশি গোল হয়। এ দুটি ম্যাচে সাতটি করে গোল হয়।
সর্বোচ্চ গোলদাতা: এবারের বিশ্ব আসরের গ্রুপ পর্বে ইংল্যান্ডের হ্যারি কেন হলেন সর্বোচ্চ গোলদাতা। তিনি করেছেন পাঁচটি গোল।
লাল কার্ড : প্রথম পর্বে মোট তিনটি লাল কার্ড দেখানো হয়েছে।
হলুদ কার্ড : গ্রুপ পর্বে হলুদ কার্ড দেখানো হয়েছে মোট ৬০টি।
আসরের মোট গোল : প্রথম পর্বে মোট গোল হয়েছে ১২২টি।
হ্যাটট্রিক : রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে দুজন হ্যাটট্রিক করেছেন। একজন হলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো ও অপরজন ইংল্যান্ডের হ্যারি কেন।
সর্বোচ্চ আক্রমণকারী দল : এবারের বিশ্ব আসরের প্রথম পর্বে সর্বোচ্চ আক্রমণকারী দল হলো জার্মানি (২৫২টি)।
সর্বোচ্চ পাস: এবারের বিশ্ব আসরের প্রথম পর্বে সর্বোচ্চ পাস করা দল স্পেন (২০৮৯টি)।
সবচেয়ে বেশি পাস (ব্যক্তিগত) : এবারের বিশ্ব আসরের প্রথম পর্বে সবচেয়ে বেশি পাস জার্মানির টনি ক্রুসের (৩১০টি)। সূত্র: বিবিসি
খবর৭১/এস: