বিধান চক্রবর্তী শুভ, বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: আজ বোচাগঞ্জ উপজেলাধীন ১নং জাবারীপুর ইউনিয়নে জাবারীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সামাজসেবা মূলক প্রতিষ্ঠান “আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের” উদ্যোগে স্বাস্থ্য সেবা প্রকল্প নামে অনুষ্ঠিত হয়ে গেল ফ্রি মেডিক্যাল ক্যাম্প। উক্ত ক্যাম্পে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল হতে আগত ডাক্তারবৃন্দ উক্ত এলাকার প্রায় ৬০০জনের বেশি পুরুষ,মহিলাদের ও শিশু রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। এ সময় উক্ত ক্যাম্প অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবামুলক প্রতিষ্ঠান ” আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের” কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ আওয়ামীলগ বোচাগঞ্জ উপজেলা শাখার উধ্বর্তন নেতৃবৃন্দসহ সুধীজন। উল্লেখ্য এই প্রতিষ্ঠানটি বিগত কয়েক বছর যাবত বোচাগঞ্জে বিভিন্ন সমাজ সেবকমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে এতে উপকৃত হচ্ছে এলাকাবাসী।