খবর৭১:ভারতের গুয়াহাটি বিমানবন্দরে অন্তঃসত্ত্বা এক নারীকে নগ্ন করে তল্লাশি করার অভিযোগ উঠেছে। দ্য সেন্ট্রাল ইন্ডাষ্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সিআইএসএফ জানিয়েছে, অন্তঃসত্ত্বা কিনা তা খতিয়ে দেখতে যাত্রীটিকে নগ্ন করে তল্লাশি করেন বিমানবন্দরটির এক নারী সাব-ইন্সপেক্টর। অভিযোগের ভিত্তিতে ওই নারী সাব-ইন্সপেক্টরকে বিমানবন্দর থেকে অন্যত্র বদলী করা হয়েছে।
এই ঘৃণিত আচরণের জন্য ওই নারী সাব-ইন্সপেক্টরের পক্ষে দু:খ প্রকাশ করেছে সিআইএসএফ। অভিযোগের বিষয়টি আরো ব্যাপকভাবে তদন্তের আশ্বাস দিয়েছে সংস্থাটি।
জানা গেছে, গত ২৪ জুন ঘটনাটি ঘটে। সেদিন নয়াদিল্লিগামী ফ্লাইটে চড়তে অন্তঃসত্ত্বা নারীটি তার স্বামীর সঙ্গে গুয়াহাটি বিমানবন্দরে গিয়েছিলেন।
সূত্র: এনডিটিভি
খবর৭১/জি: