ড. কামরুল আহসান:
আজ গলির ফার্মেসীতে ঘুমহীন দোকানি ঘুমের অষুধ যাবে বেচে;
আহা শান্তির ঘুম; জিতেছে ব্রাজিল গ্লানি গিয়েছে ঘুচে।
মহল্লার মনোহারি দোকান; মুচির বাক্স পেটরা – আসবাবের দোকানে,
সুপারগ্লু আর আইকার বড্ড আকাল,
আর্জেন্টিনারর হারে রিদয়ের হাজার ভাঙা টুকরোগুলো জুড়ছে আকাশি পতাকা প্রেমী,
যাচ্ছে কেটে মহাকাল।
ভালবাসার সেই কি শক্তি!
পতংগের আগুনের দহন,
তুমি যাকে বল আনন্দ মুক্তি।
মানুষ এভাবেই কখনও ভালবাসে ফুটবল -কখনও স্যকারিনের চালতা আচার; দাদার মুখের নূরানি জর্দাময় পান গন্ধ,
তোমার দূরে থাকা-
আমার ভালবাসার শিরা গুলো ; কোলষ্টেরল আক্রান্ত ধমনীরর মত হয়ে যায় বন্ধ।
তবু চেয়ে থাকি অশ্রুধারার পথটি বেয়ে তোমার ফিরে আসার দ্বিধাময় ছন্দ,
তুমি ফিরে আসো – তবু রেখে আসো ভালবাসাটুকু ব্যংকের লকারে তোমার বাইশ ক্যরেট সীতাহারের ভীড়ে।
গয়নাহীন তুমি কলমি ফুলে আজও অবিরত কার লাগি সাজো?
তবু ভালবাসি তোমায় মেসি-রোনালদো আর্জেন্টিনা কিংবা ব্রাজিলিকে-
যতটুকু বাসতে পারিনি আজও।
খবর ৭১/ইঃ