জয়পুরহাটে দুই ইউপি সদস্যসহ আটক ১০

0
377
এম এম আতাউর রহমান (জীবন),জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে মাদক সেবন ও জুয়া খেলা অবস্থায় দুইজন ইউপি সদস্য সহ আটক ১০।
আজ সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকা থেকে র‌্যাব ৫ তাদের আটক করেন।
ইউপি সদস্য সহ ৯ জন মাদকসেবীকে মাদকদ্রব্য সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়ারেছ আনছারী।
সাজাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার সাপাড়া গ্রামের মৃত মোকসেদ আলীর পুত্র পুরানাপৈল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য দেলোয়ার হোসেন বাবু (৩৫), মোস্তাফিজুর রহমান (৩৩), মামুনুর রশীদ (৪২), শাহ আলম (৪২), জাহাঙ্গীর আলম (২৪), মাসুদ রানা (৩০), আতিয়ার রহমান (৩৬), নুরুজ্জামান (৪৮), তপন চন্দ্র মন্ডল (৩৩) ও হেলকুন্ডা গ্রামের মৃত আজাহার আলী পুত্র এবং পুরানাপৈল ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান মোতাহার আলী সরকার (৩৬) এর বিরুদ্ধে মাদকদ্রব্য সংরক্ষণ, বিক্রয় ও জুয়াখেলার আসর পরিচালনার অপরাধে নিয়মিত মামলা দায়ের করেন।
জয়পুরহাট র‌্যাব ৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেন খবর ৭১ কে বলেন, জয়পুরহাটের পুরানাপৈল এলাকার আশা এনজিও অফিসে মাদক বেচা কেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা সহ, মাদক সেবন ও জুয়া খেলা অবস্থায় দুই ইউপি সদস্যসহ ১০ জন মাদকসেবীকে আটক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here