সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৭শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এঘটনায় অভিযুক্ত ধর্ষক আরিফ মিয়া (২৫)কে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। অভিযুক্ত ধর্ষক উপজেলার সদর ইউনিয়নের দুতমা গ্রামের আশরাফ মিয়ার ছেলে। অভিযোগ সূত্রে জানাযায়,গত শুক্রবার রাতে উজান জামালগড় গ্রামের মহিলা ইউপি সদস্যার মেয়েকে পাশের দুতমা গ্রামের আরিফ মিয়া মেয়েটির নিজ বাড়ি থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার নিজ বাড়িতে এনে জোর করে ধর্ষন করে মধ্য রাতে পাশের মাটিয়ার হাওরে ফেলে রেখে চলে যায়। শনিবার সকালে মেয়েটি তার পরিবারের সদস্যদের কাছে জানালে শনিবার সন্ধার পর তাহিরপুর থানায় অভিযোগ দাখিল করার পর অভিযুক্ত আরিফকে রাতেই(ওসি) নন্দন কান্তি ধরের নেতৃত্বে এসআই আমির ও এএস আই রেজাউর রহমানের সহযোগীতায় আটক করা হয়। এঘটনার সত্যতা নিশ্চিত করেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর। তিনি আরো জানান,অভিযোগ দাখিল করার পর পরেই অভিযান চালিয়ে আসামীকে আটক করা হয়েছে। তার বিরোদ্ধে শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। মেয়েটি আমাদের হেফাজতে আছে।
খবর৭১/এস: