দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

0
413

খবর৭১: দ. কোরিয়াকে হারিয়ে ষষ্ঠ দল হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল মেক্সিকো। প্রথম ম্যাচে মেক্সিকো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন শক্তিশালী জার্মানিকে হারানোর পর আজ হারালো দ. কোরিয়াকে। আজকের ম্যাচে মেক্সিকানরা ২-১ ব্যবধানে জয় পায়। মেক্সিকোর হয়ে গোল দুটি করেন কার্লোস ভেলা ও হ্যাভিয়ের হার্নান্দেজ এবং দ. কোরিয়ার সন হিউং মিন। দ. কোরিয়া প্রথম ম্যাচে পরাজয় বরণ করে সুইডেনের বিপক্ষে। টানা দুই ম্যাচ জয়ে মেক্সিকোর পয়েন্ট ছয় এবং দুই হারে দ. কোরিয়ার শুন্য।
আজকের হারে দ. কোরিয়ার রাশিয়া বিশ্বকাপ ২০১৮’র দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্নে ভাটা পড়ল।

‘এফ’ গ্রুপের দ. কোরিয়া বনাম মেক্সিকোর খেলাটি অনুষ্ঠিত হয় রোস্তভ এরেনায়, বাংলাদেশ সময় রাত ৯ টায়। খেলার ২৬ মিনিটে পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যায় মেক্সিকো, গোলটি করেন কার্লোস ভেলা। খেলায় ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মেক্সিকো। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে স্কোর দ্বিগুণ করেন হ্যাভিয়ের হার্নান্দেজ। খেলার অতিরিক্ত সময়ে একটি গোল শোধ করে দ. কোরিয়া। দ. কোরিয়ার শান্তনার গোলটি করেন সন হিউং মিন।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here