খুলনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৫

0
393

খবর৭১:  খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে উপজেলার বরাতিয়ায় একটি বাসকে সাইড দিতে গিয়ে ওই বাসটি এ দূর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, বাসটি (সাতক্ষীরা-জ ১৪-০০৮৮) অতিরিক্ত যাত্রী নিয়ে পাইকগাছা থেকে খুলনায় আসছিলো। পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার বরাতিয়া এলাকায় এলে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে খাদে পড়ে। ঘটনাস্থানে ৫ জন নিহত হন। নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- মোস্তফা গাজী ও শারিফুল ইসলাম। নিহত দুই জনের বাড়ি কয়রা। আহত হন ১৪/১৫ জন। আহতদের ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিতে আসা অধিকাংশ মানুষ শ্রমিক। যারা দিনমজুর হিসেবে খুলনায় কাজ করতে আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here