খবর ৭১ঃ বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে সারা পৃথিবী মেতে উঠেছে উন্মাদনায়। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। লাল-সবুজের এই দেশে আছে আর্জেন্টিনার অনেক ভক্ত। এর মধ্যে মেসির ভক্তও অনেক। মেসির সব ব্যাপারই যাদের জানাশোনা। যারা মেসিতেই মেতে উঠেন প্রতিনিয়ত। মেসির আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে বাংলাদেশের মানুষের খেলা নিয়ে পাগলামি এবার নজর কাড়লো মেসিরও।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে, ১ মিনিট ৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন মেসি। সেখানে বিভিন্ন সময়ে বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের আর্জেন্টিনার পতাকা এবং মেসির ছবি নিয়ে র্যালি করার ভিডিও তুলে ধরেন লিওনেল মেসি।
ভিডিওতে লেখা ছিল, ‘মেসি রাশিয়া ২০১৮ বিশ্বকাপে সমর্থন দিয়ে করা ভিডিওগুলো আমাদের এসএমএস করে পাঠাও। এবং মেসি.কম এ ভিজিট করো।’