খবর ৭১ঃ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ জেমি ডে ঢাকায় এসে পৌঁছেছেন। গেল মাসে মামুনুলদের নতুন কোচ হিসেবে এই ৩৮ বছর বয়সীকে চূড়ান্ত করে বাফুফে। এমাসের শুরুতেই ঢাকায় আসার কথা থাকলেও ঈদের ছুটির কারণে এসেছেন দেরিতে। এই ইংলিশ কোচের সঙ্গে সহকারী কোচ হিসেবে এসেছেন স্টুয়ার্ট ওয়াকিস।
জাতীয় দলের সর্বশেষ কোচ ছিলেন অ্যান্ড্রু ওর্ড। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন তিনি। এদিকে জাতীয় দলের সামনে রয়েছে সাফ ফুটবল টুর্নামেন্ট। তার আগে রয়েছেন এশিয়া গেমস। এমন অবস্থায় জেমি ডে কে নতুন কোচ করা হয়েছে এক বছরের চুক্তিতে।
এই তরুণ কোচের কোচিং অভিজ্ঞতা আহামরি কিছু নয়। সর্বশেষ দায়িত্ব পালন করেন ইংলিশ ফুটবলের পঞ্চম বিভাগের দল ব্যারো অ্যাসোসিয়েশনের সহকারী কোচ হিসেবে। সেখান থেকে সরাসরি বাংলাদেশ জাতীয় দলের কোচ হয়েছেন।
জেমি ডে ঢাকায় আসার আগেই অবশ্য এশিয়ান গেমস ও সাফের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। ঈদের ছুটির পর নতুন কোচের অধীনে শুরু হবে ফুটবলারদের প্রস্তুতি।