হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন পরীমনি

0
338

খবর ৭১ঃহাসপাতাল থেকে বাসায় ফিরেছেন চিত্রনায়িকা পরীমনি।

রোববার সকাল ৮টা ৪০ মিনিটে হাসপাতাল থেকে বাসায় যান তিনি।

ঈদের দিন শনিবার বাসায় অসুস্থতা বোধ করায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন এই নায়িকা।

সেখানে তিনি ডা. তামজিদ আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

অ্যাপোলো হাসপাতালের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, তেমন গুরুতর কিছু নয়। উদ্বেগ, উৎকণ্ঠা, বিষণ্নতা—এই আরকি। খাবার খাওয়া থেকেও হতে পারে কিংবা অন্য কিছু।

তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না। বাসায় থাকতে পারতেন। তারপরও তিনি হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে চেয়েছেন। তাই তাকে ভর্তি করে নেয়া হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা থেকেছেন। আজ সকালেই তিনি বাসায় ফিরে গেছেন।

এদিকে বাসায় ফিরে বেলা সাড়ে ১১টার দিকে ফেসবুকে পরীমনি একটি পোস্ট দিয়েছেন।

এতে তিনি লিখেছেন, ‘আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আর আমি জানি, আপনিও আমাকে অনেক ভালোবাসেন।’

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here