খবর৭১: পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে ঈদের পরের দিনও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ।
রোববার কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় করতে দেখা গেছে।
ভোরের দিকে এসেছেন অনেকে। তাদের অধিকাংশই ঈদের আগে টিকিট না পাওয়ায় রোববার গ্রামের উদ্দেশ্যে যাত্রা করছেন।
তবে কেউ কেউ ভোগান্তি এড়াতে ঈদের আগে গ্রামে যাননি।
এদিকে যাত্রীদের কথা মাথায় রেখে রোববার একাধিক ট্রেন রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আজ ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে ছেড়ে যাবে ৩০টি ট্রেন।
এর মধ্যে ১৪টি আন্তঃনগর, নয়টি মেইল ট্রেন, ছয়টি লোকাল এবং একটি স্পেশাল ট্রেন।
রাজ্জাক নামে এক রিকশাচলক পরিবার নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছেন স্টেশনে। কথা হলো তার সঙ্গে।
তিনি জানালেন, ঈদের আগে টিকিট কাটতে এসে পাননি, তাই আজ এসেছেন।
বিলকিস বেগম নামে অন্য এক যাত্রী বলেন, ঈদের আগে ভিড় থাকায় ছোটো বাচ্চাকাচ্চা নিয়ে গ্রামে যাননি। ভিড় কমে গেছে, তাই বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।
ঈদের পরে হলেও গ্রামে যেতে অনেক ভাল লাগছে বলে জানান এই নারী।
খবর৭১/এস: