খবর৭১: ১৯৮২ সালে সর্বশেষ বিশ্বকাপে খেলেছিল পেরু। দীর্ঘ সময় পর আবারও উঠেছে বিশ্বকাপে। সি গ্রুপে নিজেদের প্রায় সমশক্তির ইউরোপিয়ান প্রতিপক্ষ ডেনমার্কের মুখোমুখি হয় তারা।
মোর্দোভিয়া স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ডেনিসদের কাছে ১-০ গোলে হারে লাতিন আমেরিকান দেশটি। সে সঙ্গে দারুণ এক জয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার ক্ষেত্রে সি গ্রুপে এগিয়ে থাকলো ডেনমার্ক।
প্রসঙ্গত, সি গ্রুপে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং ফ্রান্স। সেই ম্যাচে ২-১ এ জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।