অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-২ গোলে জয় পেয়েছে ফ্রান্স

0
516

খবর৭১:  ফ্রান্স-অস্ট্রেলিয়া উপহার দিলো দুর্দান্ত এক ম্যাচ। কাজান এরিনায় দুই পেনাল্টির রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ২-১ গোলে জিতেছে ফ্রান্স। দেশমের দলের পক্ষে গোল করেন অ্যান্তোনিও গ্রিজম্যান আর পল পগবা। অস্ট্রেলিয়ার একমাত্র গোলটি করেন মাইল জেডিনাক।

প্রথমার্ধে গোলশুন্য থাকায় দ্বিতীয়ার্ধে নেমেই গোলের জন্য মরিয়া হয়ে লড়তে থাকে দুই দল। অল্প সময়ের মধ্যে কয়েকটি ফাউলও হয়। এরই মধ্যে সবচেয়ে বড় ভুলটি করে অস্ট্রেলিয়া। ৫৬ মিনিটে গ্রিজম্যানকে বক্সের মধ্যে ফাউল করে হলুদ কার্ড দেখেন জস রিসডন। পেনাল্টি নিশ্চিত করতে ভিএআরের সাহায্য নেন রেফারি। তাতেই ভাগ্য খুলে যায় ফ্রান্সের। গ্রিজম্যান শট নিয়ে গোল করতে ভুল করেননি (১-০)।

৭০তম মিনিটে গ্রিজম্যানকে উঠিয়ে অলিভার জিরুকে মাঠে নামান ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। তার পাস থেকেই ডি বক্সের মধ্যে বল পেয়ে যান পগবা। সময়ক্ষেপন না করে মুহূর্তেই শট নেন তিনি। বল বারের উপরের দিকে লাগলেও সেটা পড়ার সময় গোললাইন পেরিয়ে যায়।

গোললাইন প্রযুক্তিতে ফ্রান্সও এগিয়ে যায় (২-১)। শেষ পর্যন্ত ২-১ গলের ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারায় ফ্রান্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here