খবর ৭১: বিশ্বকাপের দু’দিন আগেই কোচ হিসেবে বর্তমান স্পেন কোচ হুলেন লোপেতেগুইয়ের নাম ঘোষণা করে রিয়াল মাদ্রিদ। সঙ্গে সঙ্গে ঝড় ওঠে ফুটবল দুনিয়ায়। বিশ্বকাপের ঠিক দু’দিন আগে এভাবে জাতীয় দলের একজন কোচের নাম ঘোষণা করে রিয়াল মাদ্রিদ মহা ভুল করে ফেললো না তো। তাহলে কী লোপেতেগুই বিশ্বকাপে সঠিকভাবে মনোযোগ দিতে পারবেন?
২৪ ঘণ্টায় তুমুল আলোচনা। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে, বিশ্বকাপের একদিন আগেই বহিষ্কার করা হতে পারে স্পেন কোচকে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি পরিণত হলো। স্প্যানিশ ফুটবল ফেডারেশন বিশ্বকাপের আগেই তাদের কোচকে বহিষ্কার করলো।