পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার এ্যাডঃ শেখ রাজ্জাক আলীর ৩য় মৃত্যু বার্ষিকী তার জন্মস্থান পাইকগাছায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে হিতামপুরস্থ এনতাজ আলী স্মৃতি পাঠাগারের উদ্যোগে কুরআন তেলওয়াত, মরহুমের কবর জিয়ারত ও শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গরীব ও মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা বৃত্তি প্রদান ও কুইজ প্রতিযোগিতা সহ নানান কর্মসূচি আয়োজন করা হয়। মৃত্যু বার্ষিকীর পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক স্পিকারের মেয়ে খুলনা মেডিকেল কলেজের সহকারি প্রফেসর ডাঃ সাহানা রাজ্জাক, জার্মানীর চিকিৎসক ডাঃ এ্যানা রাজ্জাক, সিএ ড. লীনা রাজ্জাক, শেখ সোহরাব উদ্দীন, শেখ আব্দুল আজিজ, মেহেদী হাসান আহসান অনিক, পাঠাগারের গ্রন্থাগারিক কলোল মলিক, শেখ আশিকুর রহমান, শিক্ষার্থী তুর্ণা সরকার, রাজিয়া সুলতানা, নুসরাত জান্নাতী, কুলসুম খাতুন, তিথি দেবনাথ, নাজিয়া ফেরদৌসী, তনুজা খানম, নিগার সুলতানা, শান্তা খাতুন ও লামিয়া আক্তার।