খবর ৭১ঃভ্যাপসা গরমে রেললাইনের ওপর বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন ইমন সাঁওতাল নামে রেল শ্রমিক। মৃদু বাতাসে রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন তিনি। হেড ফোনের কারণে হর্ন শুনতে না পারায় ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান ইমন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটেছে চাটমোহর উপজেলার গুয়াখড়া রেলস্টেশনে।
নিহত ইমন হবিগঞ্জের রানীগঞ্জ উপজেলার চুনারুঘাট গ্রামের পুতুল সাঁওতালের ছেলে।
জানা যায়, রেললাইন সংস্কারকাজের জন্য গত কয়েক দিন ধরে বেশ কয়েকজন শ্রমিক গুয়াখড়া স্টেশন এলাকায় অবস্থান করছেন। বৃহস্পতিবার সারা দিন কাজ শেষে অন্য শ্রমিকরা গুয়াখড়া স্টেশনের ওপর তাঁবুতে গেলেও ইমন রেললাইনের ওপর কানে হেড ফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন।
রাত সাড়ে ১২টার দিকে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন বারবার হর্ন বাজালেও না শোনায় ট্রেনের নিচে কাটা পড়েন ইমন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি হারুন মজুমদার বলেন, শুক্রবার সকালে ইমন সাঁওতাল নামে ওই রেল শ্রমিকের ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
খবর ৭১/ইঃ