নওগাঁয় মাদক ব্যবসায়ী লিটন আটক

0
307

সুলতান আহমেদ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর থানা পুলিশের দুঃসাহসিক অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম লিটন (৪০) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার কির্ত্তীপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শহিদুল ইসলাম লিটন সদর উপজেলার মাগুরা ফকিরপাড়া গ্রামের কায়েমুদ্দীনের ছেলে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইব্রাহিম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লিটন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসম পুলিশ পিছন থেকে তাকে ধাওয়া করে গ্রামের জয়নালের বাড়ীর কাছ থেকে তাকে আটক করে। তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা ও ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। লিটন দীর্ঘদিন থেকে গোপনে মাদকের ব্যবসা করে আসছিল। চতুর লিটন ধরাছোয়ার বাহির থাকত। অবশেষে কৌশলে তাকে আটক করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here