ভোটারদের তুষ্ট করতেই এ বাজেট: এরশাদ

0
282

খবর ৭১ঃ  ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে অবাস্তব বলে অভিহিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, নির্বাচনকে সামনে রেখে ভোটারদের তুষ্ট করার জন্যই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। এ বাজেট বাস্তবের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

বৃহস্পতিবার বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের উদ্দেশে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সাবেক এ রাষ্ট্রপতি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত বলেন, এ বাজেট বাস্তবায়নযোগ্য নয়। বাস্তবতার সঙ্গে বাজেটেরও মিল নেই। এই বাজেট হচ্ছে ঘাটতির রেকর্ড করা বাজেট। এ বাজেট দিয়ে মনোতুষ্টি করা গেলেও সাবির্কভাবে দেশের কল্যাণ হবে না।

এরশাদ বলেন, জনগণের করের টাকায় ঋণের নামে লুটপাট হওয়া ব্যাংকগুলোর ঘাটতি পূরণ করার কথা বলা হয়েছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। এ বাজেটে কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগে উৎসাহ দেওয়ার কোনও বিষয় নেই। সুশাসন প্রতিষ্ঠায় কোনও উদ্যোগ বা দিক-নির্দেশনাও নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here