হবিগঞ্জ জেলা যুবদলের কমিটি গঠন

0
491

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি ঃ জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছকে সভাপতি, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদকে সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুলকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সম্পাদকীয় বিশিষ্ট জেলা যুবদলের কমিটি গঠন করা হয়েছে।বুধবার (৬ জুন) বিকালে এ কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি মোঃ কুহিনুর আলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সিতু।এদিকে গত এক সপ্তাহ যাবত জেলা যুবদলের নতুন কমিটি আসছে বিষয়ে যুবদলের তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কার কার পছন্দের নেতা আসছে জেলা কমিটিতে এ নিয়ে ছিল যুবদলের রাজনীতির আলোচনা। অবশেষে সকল সমালোচনা ইতি টানতে কমিটি ঘোষণা করা হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে যুবদলের একাদিক নেতাকর্মী জানান- যোগ্য নেতাদের নিয়েই জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। বিগত দিনে আন্দোলন সংগ্রামে যেসকল নেতৃবৃন্দ মামলা-হামলার শিকার হয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদেরকেই যোগ্য আসনে পদায়ন করেছেন। হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র জি.কে গউছ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে নতুন কমিটি সাহসি ভূমিকা পালন করবে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here