সুন্দরগঞ্জে ৩ গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার

0
319

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩’শ ৭৫ গ্রাম গাঁজাসহ ৩ গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
থানা সুত্রে জানা যায় বৃহস্পতিবার ভোরে থানার এসআই ইজার আলী, এসআই মামুনুর রশীদ ও এসআই আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালান। এতে ৩গাঁজা ব্যবসায়ীকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব-বেলকা গ্রামের আব্দুল মতিনের পুত্র বাবু মিঞা (৩২), ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ (বামনীরপাড়) গ্রামের মৃত হোসেন আলীর পুত্র জাহেদুল ইসলাম (৩১) ও কি বাড়ি ইউনিয়নের বজরা কি বাড়ি গ্রামের সেকেন্দার হোসেনের পুত্র সামিউল ইসলাম (৩০)।
বিষয়টি নিশ্চিত করে থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক- মোহাম্মদ নওয়াবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত গাঁজা ব্যবসায়ীদের কাছ থেকে ৩’শ ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় পৃথক ৩টি মামলা রুজু করে আসামীদেরকে আদালাতে পাঠানো হয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here