মিজানুর রহমান ,ভোলা প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ভোলা জেলা যুবদলের কমিটি ঘোষনা করা হয়েছে। সম্প্রতি জামাল উদ্দিন লিটন সভাপতি, আব্দুল কাদের সেলিম সভাপতি, ফেরদাউস আহন্মদ সিনিয়র সহসভাপতি ও মনিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়। কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক সাইফুল আলম নিরব ও সহসভাপতি নুরুল ইসলাম নয়ন একমিটি ঘোষনা করেন। একমিটি আগামী একমাসের মধ্যে পুর্নাঙ্গ জেলা কমিটি গঠন করবেন।
জামাল উদ্দিন লিটনকে সভাপতি- আব্দুল কাদের সেলিমকে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষনা করায়, কন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সাইফুল আলম নিরব ও সহসভাপতি নুরুল ইসলাম নয়নকে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে গত কাল সকালে মিছিল করেছেন নতুন জেলা যুবদল কমিটির নেতারা। মিছিল শেষে বিএনপির কার্যালয়ে শুভেচছা জানিয়ে বক্তব্য রাখেন- নব নির্বাচিত সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম, সিনিয়র সহসভাপতি ফেরদাউস আহন্মদ, সাংগঠনিক সম্পাদক মনিুল ইসলাম প্রমুখ।
খবর ৭১/ইঃ