আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড- গাইবান্ধার সুন্দরগঞ্জ শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার এ উপলক্ষ্যে ব্যাংক শাখা কার্যালয়ে ব্যাংক’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোন প্রধান একেএম পেয়ার আহমাদ’র সভাপতিত্বে আলোচনা সভানুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার- এসএম গোলাম কিবরিয়া। ‘সিয়াম, তাকওয়া ও সাদাকাহ্’- শীর্ষক আলোকপাত করেন কাশিরাম আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ও রংপুরস্থ ধাপ বড় জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের আহবায়ক-টিআইএম মকবুল হোসেন প্রামানিক, ব্যাংক শাখা ব্যবস্থাপক এএইচএম রাশেদুল ইসলাম প্রমুখ।
খবর৭১/এস: