দ্রব্যমূল্য কমানোর বাজেট চায় জনগণ

0
325

খবর৭১:নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দ্রব্যমূল্য কমানোর বাজেট চায় জনগণ । কেননা, নাগরিক জীবন নির্মমতায় নেমে এসেছে শুধুমাত্র দ্রব্যমূল্য-বাড়ি ও গাড়ি ভাড়ার কারণে। এমন জীবন নিয়ে আজ হতাশ সারাদেশের মানুষ। তার উপর সরকারী কর্মকর্তাদের বেগন বাড়লেও, বাড়েনি নিন্মমধ্যত্তি-মধ্যবিত্তদের আয়। এই পরিস্থিতির উত্তরণে নতুন প্রজন্মের দাবী কৃষক-শ্রমিক-নারী ও শিক্ষার্থীবান্ধব বাজেট। তা না হলে অতীতের মত অবিরত জনগন বাজেট বাজেট খেলার মাঠ বয়কট করবে। নতুনধারা বাংলাদেশ-এনডিবি গুলশান থানা আয়োজিত ‘বাজেট হোক দ্রব্যমূল্য কমানোর’ শীর্ষক আলোচনা ও ইফতারায়োজনে তিনি উপরোক্ত কথা বলেন। গুলশান পোস্ট অফিস সংলগ্ন কার্যালয়ে ৬ জুন অনুষ্ঠিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার ও ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক ড. মোহিত পারভেজ, ভাইস চেয়ারম্যান শেখ হাবিব খোকন প্রমুখ বক্তব্য রখেন। সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবি গুলশান শাখার সভাপতি ও ঢাকা-১৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এ্যাড. আয়েশা সিদ্দিকা।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here