খবর৭১:ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে গত ১২ মে মধ্যরাতে সফলভাবে উৎক্ষেপিত হয় বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট। বাংলাদেশের বাণিজ্যিক স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের পর এবার দ্বিতীয় স্যাটেলাইট হিসেবে বঙ্গবন্ধু-২ এর প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যায়ক্রমে বঙ্গবন্ধু-৩ স্যাটেলাইটেরও কাজ শুরু হবে বলেও জানান তিনি।
বুধবার (৬ জুন) জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একটা স্যাটেলাইট থাকতে থাকতে মহাকাশে আরেকটি পাঠাতে চাই। একটি স্যাটেলাইট তৈরি করতে ৫/৬ বছর লেগে যায়। সেই জন্য বঙ্গবন্ধু-২ আমরা তৈরি করতে আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি।’
শেখ হাসিনা বলেন, ‘দ্বিতীয়টির টাইম শেষ হয়ে এলে পর্যায়ক্রমে আমরা বঙ্গবন্ধু-৩ এ যাবো।’
স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যুগের সঙ্গে তাল মিলিয়ে চলবে। এই তথ্য-প্রযুক্তির যুগে নতুন নতুন প্রযুক্তিকে আমরা গবেষণা, ধারণ ও ব্যবহার কাজে লাগাবো। আধুনিক ও যুগোপযোগী সব বিষয়েই আমরা ইতিবাচকভাবে চিন্তাভাবনা করবো।’
বিএনপির বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে অভিযোগের বিষয়ে ফজিলাতুন নেসা বাপ্পীর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু-১ উৎক্ষেপনের পর দেশে-বিদেশে বাঙালিরা উদ্বেলিত। সবার চোখে আনন্দাশ্রু। সব মানুষ যখন এত খুশি তখন বিএনপির দুঃখ কেন?’
স্যাটেলাইটের মালিকানা প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, ‘স্যাটেলাইটের মালিকানা অবশ্যই বাংলাদেশের। সরকার যেভাবে অন্যান্য প্রতিষ্ঠানের মালিক হয় সেভাবে বাংলাদেশ সরকারই এর মালিক। তবে এটি ব্যবহারের ক্ষেত্রে যারা যতটুকু ভাড়া নেবে তারা ততটুকুরই মালিকনা পাবে।’
আওয়ামী লীগ সরকার সাগরের তল দেশ থেকে মহাকাশ পর্যন্ত বাংলাদেশের মর্যাদাকে উন্নত করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই অগ্রযাত্রা যেন অব্যহত থাকে এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’
প্রযুক্তি সম্পর্কে বিএনপির কোনও ধারণাই নেই মন্তব্য করে শেখ হাসিনা আরও বলেন, ‘বিএনপির চিন্তাভাবনা এতটাই সংকীর্ণ যে, তথ্য পাচারের শঙ্কায় তারা বিনা পয়সায় দেয়া সাবমেরিন কেবলও নেয়নি। জানি না বিএনপির কাছে কী এমন গোপন তথ্য থাকে, যা তারা কুক্ষিগত করে রাখতে চায়।’
জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের স্যাটেলাইটের সুবিধাদি সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ইতোমধ্যে কক্ষপথে পৌঁছেছে। সিগনালও দিচ্ছে। এটি একবার কাজ শুরু করলে আর সমস্যা হবে না। এ নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই।’
খবর৭১/জি: