মধুখালীতে মানবাধিকার কমিশনের ইফতার মাহফিল

0
315

সালেহীন সোয়াদ সাম্মী, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার অায়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার মধুখালী প্রেসক্লাবে ইফতার মাহফিলের অায়োজন করা হয়। মধুখালী উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এ্যাড. অালিউজ্জামান খোকন এর সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাুল হক বকু, ফরিদপুর জেলা মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক অাহমেদুল বাবুল বারী, সহ সভাপতি সওকত, মধুখালী উপজেলা মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক সঞ্জীব রায়, মধুখালী পৌর মানবাধিকারের সভাপতি অাক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক গোলাম মোর্তুজা, সাংগঠনিক সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মী, এস.এম.অাবুল বাসার, রাধা রানী, সুক্লা ভৌমিক, তপতী সরকার, অাসাদুজ্জামান,অানন্দ,সুভাষ, ওসমান ভূইয়া প্রমুখ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here