খবর৭১: টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। দূর্ঘটনায় আহত হয়েছে আরো একজন।
আজ বুধবার (৬ জুন) সকাল ৭টার দিকে উপজেলার সরাতৈল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতদের নাম জীবন (২৪), মামুন (২৭) এবং মুন্না (২৮)। তাদের সবার বাড়ি দিনাজপুরে। আহত একজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বলেন, সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক দূর্ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
এ ছাড়া আহত হন একজন। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।