শফিকুল ইসলাম জয়, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের আমতলা (তে মোড় পাহারিয়া পাড়া) গ্রামের কামাল হোসেনের মেয়ে মোছাঃ রিনা আক্তার(১৪) গতকাল মঙ্গলবার সকালে নিজ বাড়ির শয়ণকক্ষে রশিতে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে সাগরদিঘী তদন্ত কেন্দ্র পুলিশ । মেয়েটি স্থানীয় সাগরদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিল । স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মেয়েটি বেশ মেধাবী ও চঞ্চলমনা ছিলো । তবে বয়সের তারণায় প্রেম সংগঠিত কারণ আছে বলে অনেকের ধারণা । এনিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। তাছাড়াও মাঝে মধ্যে পারিবারিক কলহে ঝগড়ার সৃষ্টি হতো বলেও জানা যায় । সাগরদিঘী তদন্ত কেন্দ্রের এসআই মুশফিকুর রহমান (তদন্ত) জানান, এলাকাবাসী সূত্রে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে সাগরদিঘী তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে । ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ (টামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে । প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা । তবে ময়না তদন্ত শেষে মৃত্যুর মূল কারণ জানা যাবে ।